শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শিলিগুড়ি : শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মেয়র গৌতম দেব। ২১ ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তা বাঙালির কাছে গর্বের, ইতিহাসকে স্মরণের দিন। এই দিনটি কার্যত কান্না ও উৎসবের মিশেলে জমজমাটভাবে পালিত হয় বাংলাদেশজুড়ে। তবে এপার বাংলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও ২১ ফেব্রুয়ারি বা ভাষা দিবসের আবেদন কম নয়।

পশ্চিমবঙ্গের নানান প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মাতৃভাষা দিবস। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল দিনটি। বছর কয়েক আগেই এখানে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকারের লড়াইয়ে শহিদদের স্মৃতিতে শহিদ স্মৃতি স্মারক স্তম্ভ তৈরি করে পুরসভা। মেয়র পরিষদ সহ বহু বিশিষ্টজন সেই শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে শহরের শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি জগতের বিশিষ্টজনেদের সংবর্ধনাও জানায় শিলিগুড়ি পুরসভা। নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিরা। দিনভর মাতৃভাষা দিবসের ওপর নানান অনুষ্ঠানের আয়োজন হচ্ছে বিভিন্ন জায়গায়।