বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে খাদ্য মন্ত্রীর বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। খাদ্য মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর খোঁজ পাওয়া গেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অ্যাকাউন্টের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ব্যাংক কর্তৃপক্ষকে ওই অ্যাকাউন্টের বিস্তারিত জানানোর জন্য নির্দেশ পাঠিয়েছে।
অন্যদিকে, খাদ্য মন্ত্রীর বাড়িতে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ইডি আধিকারিকেরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেড়ানোর পর যান মধ্যমগ্রাম চৌমাথার কাছে আরও একটি ব্যাংকে। খাদ্য মন্ত্রীর বাড়ি ছাড়াও আজ তল্লাশি চালানো হয়েছে বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২ জায়গায়।