নির্দেশ এলো স্কুলে ভর্তির

করোনা সংক্রমণের আবহেই দীর্ঘ দেড় বছর পর খুলেছে স্কুল৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ক্লাস করছে স্কুলে গিয়ে৷ এবার জারি হল প্রথম থেকে অষ্টম শ্রেণির ভর্তির নির্দেশিকা৷ পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ তবে শিক্ষার অধিকার আইন মেনে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না৷ ভর্তি নেওয়া হবে লটারির মাধ্যমে।

শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে৷ তার পর  লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ২০ ডিসেম্বরের মধ্যে লটারির প্রক্রিয়া শেষ করা হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুলে ভর্তির আগে কোনও ভাবেই অভিভাবক বা ছাত্রদের ইন্টারভিউ নেওয়া যাবে না। কোনও ছাত্র লটারির মাধ্যমে স্কুলে ভর্তির সুযোগ না পেলে জেলা স্কুল পরিদর্শককে জানাতে হবে। তিনি লটারিতে সুযোগ না পাওয়া ওই ছাত্র বা ছাত্রীকে স্থানীয় স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেবেন৷ 

শিক্ষা দফতরের নয়া নির্দেশিকায় যে কোনও ক্লাসে ভর্তির ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ৪ মাস ছাড় দেওয়া হয়েছে। তবে কোনও স্কুলের প্রধান শিক্ষক সেই সুযোগ নাও গ্রহণ করতে পারেন। তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২২-এ বয়স হতে হবে ন্যূনতম ৬ বছর। ২ জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।