INS কিলটান পৌঁছেছে চট্টগ্রামে

ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কিলতান সামুদ্রিক সহযোগিতা ও নিরাপত্তা স্বার্থ নিয়ে আলোচনার জন্য তিন দিনের গুড-উইল সফরে বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। এই আলোচনা সভায় উভয় দেশের কমান্ডিং অফিসাররা উপস্থিত ছিলেন।ঢাকার থেকে ভারতীয় হাইকমিশন টুইট করেছে, “ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে চলমান ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসেবে সিডিআর অরিজিত পান্ডের নেতৃত্বে ভারতীয় নৌ জাহাজ কিলতান তিন দিনের সফরে চট্টগ্রামে এসেছে।”

আইএনএস কিলতান তৃতীয় P২৮ শ্রেণীর অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (ASW) কর্ভেট যা নির্মাণ করা হয়েছে কলকাতায়। ভারতের এই বৃহত্তম কর্ভেট কিলতান ২০২০ সালে বঙ্গোসাগরে ভারতীয় নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে যৌথ নৌ অনুশীলনে অংশগ্রহণ করেছিল।

ভারত ও বাংলাদেশের নৌ সহযোগিতা দ্বিপাক্ষিক প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।, নিয়মিত জাহাজ পরিদর্শন বিশ্বাস ও বোঝাপড়া দুই দেশের সম্পর্ক কে শক্তিশালী করে তুলেছে। চলতি বছরের শুরুর দিকে ভারতীয় উপকূলরক্ষী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম সফর করেছে। এই সামুদ্রিক সহযোগিতার সফরে ভারত নৌ চলাচল সহযোগিতা, যৌথ টহল এবং সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ সহ নরেন্দ্র মোদির নেতৃত্বে ছয়টি চুক্তি অনুমোদন করা হয়েছে।