২০২২ সালের ‘সিনেমা ফুড রিপোর্ট’ প্রকাশ করল আইনক্স

সিনেমা দেখার সময় মোমো, কোক এবং আইসক্রিম খাওয়ার ক্ষেত্রে কলকাতা শীর্ষস্থান দখল করে। তাই এই ভালবাসাকে একটি ‘সিনেমা ফুড রিপোর্ট’ প্রকাশ করেছে আইনক্স। যেখানে ২০২২ সালে  কোলকাতার প্রিয় খাবারের কথা তুলে ধরেছে আইনক্স।

এই সিনেমা ফুড রিপোর্টটি ৭৪টি শহরে অবস্থিত ১৬৭টি আইনক্স সিনেমা জুড়ে সিনেমা দর্শকদের খাদ্য গ্রহণের অভ্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনে এই বছর ৭০ মিলিয়ন ভারতীয় সিনেমার দর্শকদের খাবারের পছন্দ উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুসারে মোমো, কোক এবং আইসক্রিম হল কলকাতার এফএন্ডবি বিকল্প। রিপোর্টে দেখা গেছে, ২০২২ সালে কোলকাতার সিনেমা দর্শক ৩,৪৩,৭৪০লিটার কোক গ্রহণ করেছে।যা যে কোনও মেট্রো শহরের তুলনায় বেশি। তবে শীর্ষ স্থান দখল করেছে মোম। কারণ ২০২২ সালে  ২.২১ লাখ পিস মোমো খেয়েছেন কোলকাতার সিনেমা দর্শক।

আইনক্স লেইসিওর লিমিটেডের সিইও অলোক ট্যান্ডন বলেন, আমি সিনেমা ফুড রিপোর্ট ২০২২-এর প্রথম সংস্করণ উপস্থাপন করতে পেরে আনন্দিত।