শিলিগুড়ি কাওয়াখালী ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

শিলিগুড়ি কাওয়াখালী ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের সামনে ট্র্যাফিক নিয়ম নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে হেলমেটবিহীন ও ট্র্যাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয়। পাশাপাশি তাদের ট্রাফিক আইন নিয়ে সচেতনও করা হয়।

ছাত্র ছাত্রীদের পক্ষ থেকেও সকলকে ট্র্যাফিক আইন মানার অনুরোধ করা হয়। পথ চলতি হেলমেটবিহীন আরোহীদের গোলাপ ফুল দেওয়া হয় যাতে তারা আগামীতে হেলমেট পড়ে গাড়ি চালায়।