বেড়ে চলেছে সংকট, ভয়াবহ হতে চলেছে পরিস্থিতি। সঙ্কটের সম্মুখীন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ক্রমশ সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে এই শহর। মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে ক্রমশ শহরটি বসে যাচ্ছে। বিপদের সঙ্কেত মিলতেই তড়িঘড়ি দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করল সে দেশের প্রশাসন। জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১৭ অগাস্ট ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর উদ্বোধন করা হবে।
ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে খবর, বোর্নিও শহরে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। জাকার্তা থেকে যার দূরত্ব প্রায় ২,০০০ কিলোমিটার৷ ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন। তবে পুরো কাজ শেষ হতে বেশ কয়েক বছর সময় লেগে যাবে৷ ২০৪৫ সালের অগাস্ট মাসের আগে সম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হবে না বলেই প্রশাসনির সূত্রে খবর। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে, ২০৫০ সালের মধ্যে শহরের এক তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যাবে আশঙ্কা৷
ইতিমধ্যই বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে৷ আপাতত সেখানে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে৷ নিরাপত্তা জনিত কারণে এই মুহূর্তে সকলকে নতুন শহরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর চান, নতুন রাজধানীর নাম দেওয়া হোক ‘নুসানতারা’।