পুরসভার নির্বাচনের কারণে বন্ধ ইন্দো-নেপাল সীমান্ত, সমস্যায় সীমান্ত ব্যাবসায়ীরা

আগামী শুক্রবার নেপালের বিভিন্ন পুরসভার নির্বাচন।

নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সিল করা হলো সীমান্ত।

বন্ধ ইন্দো নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিও। আজ ও কাল বন্ধ থাকবে সীমান্ত। বন্ধের জেরে বড় আর্থিক ক্ষতির মুখে সীমান্ত ব্যাবসায়ীরা।