বৃহস্পতিবারে পঞ্জাবের কপুরথলায় সাতসকালে চললো এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন এবং মৃত্যু হয় এক কনস্টেবলের। তবে এই হামলার পেছনে কোন জঙ্গিগোষ্ঠীর হাত আছে কিনা, সে সম্পর্কে পুলিশ এর তরফ থেকে এখনও সেভাবে কিছু জানানো হয়নি।
তবে প্রশাসন সূত্রে খবর, দু’গোষ্ঠীর গুরুদ্বারের দখলকে কেন্দ্র করে এই বিবাদ। জানিয়েছেন নিহঙ্গ সম্প্রদায়ভুক্ত শিখ গোষ্ঠীর তরফেই চালানো হয়েছে গুলি। কারণ আগেও সেখানে পুলিশ গুরুদ্বারের দখল ঘিরে বিবাদের মোতায়েন করেছিলেন, এমনটাই পুলিশ সুপার সংবাদ সংস্থা জানিয়েছেন পিটিআই-কে। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত পুলিশ মোট ১০ জনকে গ্রেফতার করেছেন।