ভারতের স্বাধীনতা দিবসের বিশেষ দিনের উৎযাপন হবে টাইমস স্কোয়্যারে

আগামী কাল দেশের স্বাধীনতা দিবস। দেশে জুড়ে দেশের সর্বত্র পালিত হবে এই বিশেষ দিনটি। এটি দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। পাশাপাশি ভারতের এই বিশেষ দিনটি পালিত হবে বিশ্বের বিভিন্ন জায়গায়। যার মধ্যে অন্যতম হলো নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার। নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার বিশ্বের অন্যতম দ্রষ্টব্য স্থান। এখানে আগামীকাল ভারতের স্বাধীনতা দিবসে উড়বে সবচেয়ে বড় জাতীয় পতাকা। গোটা দিনজুড়ে বিলবোর্ডে ফুটে উঠবে ভারতীয় তেরঙ্গা। এম্পায়ার স্টেট বিল্ডিংও সেজে উঠবে গেরুয়া-সাদা-সবুজে। সবমিলিয়ে এবার মার্কিন মুলুকে সাড়ম্বরে পালিত হবে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস।

সংগঠনটির তরফে জানানো হয়েছে, ২৫ ফুট উঁচুতে উড়বে ভারতীয় পতাকা। যার আয়তন হবে লম্বায় ৬ ফুট এবং চওড়ায় ১০ ফুট। নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলার জেনারেল রণধীর জয়সওয়াল জাতীয় পতাকা উত্তোলন করবেন। গত বছর প্রথমবার সেখানে ভারতীয় বংশোদ্ভূতরা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। গড়েছিলেন ইতিহাস। নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটের দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।