বিশ্বকাপের মাঝেই প্রতারিত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। শনিবার আগ্রার হরি পর্বত থানায় ধ্রুব পারেখে ও তাঁর বাবা কমলেশ পারেখের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন। আকাশের অভিযোগ খেলাধুলোর জুতো তৈরির একটি ব্যবসায় ৫৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। সেখান থেকেই ৩৩ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে তাঁর সঙ্গে।
অতীতে হায়দরাবাদের ক্রিকেট সংস্থার রাজ্য দলের ম্যানেজার ছিলেন কমলেশ। তাঁকে আগে থেকেই চিনতেন আকাশ। তাঁর ছেলে ধ্রুবের কথায় বিশ্বাস করে ৫৭ লক্ষ টাকা বিনিয়োগ করেন আকাশ।ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ জানান যে, ধ্রুব ও কমলেশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুদ-সহ ৩০ দিনের মধ্যে ২০ শতাংশ টাকা ফেরত দেওয়ার।
কিন্তু ১২ মাস হয়ে যাওয়ার পরেও তাঁরা সেই টাকা ফেরত দিতে পারেননি। আর এখন বাবা-ছেলে দু’জনেই আকাশের ফোন ধরা বন্ধ করে দিয়েছেন। আর সেই জন্যই আকাশ বাধ্য হয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।