আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ভারতের

মোহালিতে শিবম দুবের ব্যাটে বলের দাপটে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দেয় ভারত। ২ ওভারে ৯ রান দিয়ে এক উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে ব্যাট হাতে অর্ধশতরানও করেন। এবার দেখার বিষয় ভবিষ্যতে হার্দিক পাণ্ড্যের অভাব তিনি পূরণ করতে পারে কিনা।এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত।

শুরু থেকেই ভারতের বোলারেরা  উইকেট না পেলেও আফগানের ব্যাটারদের রান দিচ্ছিলেন না ভারতীয় বোলারেরা । পরে সেই চাপের মধ্যেই অক্ষর পটেলের বলে স্টাম্পড হন ওপেনার রহমনুল্লা ও তাঁর পরপরই উইকেট নেন শিবম দুবে এবং ভারতের হয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। তবে শেষ দিকে নবির ঝোড়ো ইনিংসে ভারতকে ১৫৮ রানের টার্গেট দেন আফগানিস্থান।

সেই রান তাঁরা করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় ভারতের অধিনায়ক। রান আউট হয়ে শূন্য রানে ফিরতে হয় তাঁকে। তবে ১২ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে রোহিতের জায়গা পূরণ করে দেন শুভমন। তাঁর সঙ্গী ছিলেন তিলক বর্মা। এরপর ৪০ বলে ৬০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ জিতিয়ে ফেরেন শিবম দুবে।