বুধবার আফগানিস্তানকে আট উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত। ২৭৩ রান মাত্র ৩৫ ওভারেই তুলে নেয় তাঁরা। ফলে রান রেটে অনেকটা এগিয়ে আসেন ভারতীয় দল। তবে রান রেট বাড়ানোর জন্যে দ্রুত গতিতে খেলার কথা অস্বীকার করেছেন যশপ্রীত বুমরা। তিনি জানান রোহিত তাঁর স্বাভাবিক খেলাই খেলেছেন।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৮৪ বলে ১৩১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাই আফগানিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে অসুবিধা হয়নি ভারতের। এছাড়াও নিজের ঘরের মাঠে অর্ধশতরান করেন বিরাট কোহলিও।
ম্যাচ শেষে ভারতীয় পেসার “যশপ্রীত বুমরা” বলেন, “আমরা মোটেই রান রেটের কথা ভেবে খেলিনি। তবে এটাও জানতাম না যে রোহিত শুরুটা এত ভালো করবে। প্রতিযোগিতার শুরুতে কখনই রান রেট নিয়ে কথা হয় না। জয়টাই এখন আসল বেপার। আর ম্যাচটা জিততে পেরে আমরা প্রত্যেকেই ভীষণ খুশি।“