ইন্ডিয়া ও অস্ট্রেলিয় ম্যাচ নিউজ

শুরু হতে আর ২ সপ্তাহও বাকি নেই। ভারতের মাটিতে এ বারের ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসছে। তার আগে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে ওডিআই সিরিজ খেলার সুযোগ পেয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আজকের থেকে ভারত ও অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হয়েছে। এই সিরিজ দুই দলের কাছে বিশ্বকাপের প্রস্তুতির মতো। আইসিসি ওডিআই টিমের ক্রমতালিকায় বর্তমানে দুই নম্বরে ভারত আর তিন নম্বরে অস্ট্রেলিয়া। ফলে এই দুই দলের আসন্ন ওডিআই সিরিজে সকল ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকবে ভারত ও অস্ট্রেলিয়া
৪৩ বছর ধরে ওডিআই ফর্ম্যাটে সাক্ষাৎ হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। এখনও অবধি এই দুই দল ১৪৬টি ওডিআইতে মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৮২টি ম্যাচ। ভারতের জয় ৫৪টি ম্যাচে। দুই দলের ১০টি ম্যাচ অমীমাংসিত। চলতি বছরে অজি ক্রিকেট টিম ভারত সফরে এসে বর্ডার গাভাসকর ট্রফির পর তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলেছিল। মার্চে হওয়া সেই সিরিজের প্রথম ম্যাচ ভারত জিতেছিল। এরপর দ্বিতীয় ম্যাচেসমতা ফেরায় অজিরা। এবং শেষমেশ ২-১ ব্যবধানে ওই সিরিজ জেতে অস্ট্রেলিয়া। এ বার দেখার বিষয় বিশ্বকাপের আগে এই সিরিজে ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবে।
আজ অর্থাৎ২২ সেপ্টেম্বর ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ থেকে। তার আগে ১টার সময় টস complete হয়েছে।ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে jio cinema তে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটির লাইভ আপডেট দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে