এবার করোনা সংক্রমণ রুখতে আরও এক টিকা পেতে পারে ভারত। যদিও এই টিকা এখনও ছাড়পত্র পায়নি ভারতের তরফে। এই টিকাকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি ভারত সরকার। কিন্তু অন্যদিকে কোভ্যাক্সন প্রকল্পের অধীনে ভারতকে ৭৫ লক্ষ মডার্না টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যদিও ভারতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিয়ে জটিলতা থাকায় এই টিকা কবে ভারতে আসবে তা এখনও পরিষ্কার নয়। মর্ডানাকে টিকা দেওয়ার ব্যাপারে নীতি আয়োগের আধিকারিক ভি কে পাল জানিয়েছেন, কোভিড টিকার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে মডার্না এবং ফাইজারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে কেন্দ্র।
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জনিত বিভিন্ন ব্যাপারে মামলা যাতে না হয়, সে জন্য বিশেষ সুবিধা চাইছে আমেরিকার ওই দুই টিকা প্রস্তুতকারক সংস্থা। যা নিয়েই দ্বিধাগ্রস্ত সরকার। আগামী দিনে কী শর্তে এই জটিলতা কাটে সে দিকেই নজর রয়েছে সকলের।