ইলেকট্রিসিটির জন্য ভারত-জাপান চুক্তি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিদ্যুৎ সরবরাহের উন্নতি প্রকল্পে ভারত সরকারের সঙ্গে ৪  বিলিয়ন ইয়েন (২৫০ কোটি টাকার আনুমানিক) অনুদান চুক্তি স্বাক্ষর করল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জেআইসিএ।

প্রকল্পটির উদ্দেশ্য হল পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে উৎপন্ন শক্তি ব্যবহার করে দক্ষিণ আন্দামানে বিদ্যুত সরবরাহকে স্থিতিশীল করা। উল্লেখ্য, প্রকল্পটির এগজিকিউটিভ এজেন্সি হল আন্দামান ও নিকোবর প্রশাসন। ফেব্রুয়ারি  ২০২৪এর মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে।

 জেআইসিএ-এর ইন্ডিয়া অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ সাইতো মিৎসুনোরি বলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে উন্নত জীবিকা ও শিল্পের প্রচারের জন্য স্থিতিশীল এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।