করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় হলুদ তালিকায় ঠাঁই হল ভারতের

চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ছিল গোটা ভারত। চারিদিকে আক্রান্তের সংখ্যা কয়েকলক্ষ। এই পরিস্থিতিতে অতিমারির দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ভারত থেকে কেউ ব্রিটেনে পৌঁছলে তাঁকে বাধ্যতামূলক ১০ দিন হোটেলে কোয়রান্টিন থাকতে হবে, এই নিয়ম জারি করেছিল ব্রিটেনে সরকার। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি শিথিল হওয়ায় সেই লাল তালিকা থেকে সরল ভারত। অর্থাৎ প্রায় মাস চারেক পরে আপাতত হলুদ তালিকায় ঠাঁই হয়েছে ভারতের। আগামী রবিবার থেকে এই নিয়ম চালু হবে। এ বার ভারত থেকে কেউ ব্রিটেনে পৌঁছলে তাঁকে আর বাধ্যতামূলক ভাবে হোটেলে থাকতে হবে না। তার বদলে বাড়িতে ১০ দিন কোয়রান্টিন থাকলেই চলবে। তবে বিমানে চড়ার সময়ে আগের মতোই আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে। পাশাপাশি ব্রিটেনে পৌঁছে কোয়রান্টিনের প্রথম ও দ্বিতীয় দিনে পরপর আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে।

এপ্রিল মাসের গোড়ায় ভারতে তখন প্রবল বেগে আছড়ে পড়েছে ডেল্টা স্ট্রেনের বাড়বাড়ন্তে রোজ সংক্রমিত হচ্ছেন কয়েক লক্ষ মানুষ। মৃত্যুর পরিসংখ্যান ভয় ধরাচ্ছে তামাম দুনিয়ায়। বিপদ বুঝে সেই সময়ে ভারতকে লাল তালিকাভুক্ত করেছিল ব্রিটেন। স্থানীয় সময় ভোর চারটে নতুন নিয়ম চালু হলে ভারত থেকে ব্রিটেনে ফের পর্যটকদের ঢল নামবে বলে আশা করছে শিল্পমহল। বিমানেও যাত্রীর সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনে ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্কের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। সদ্য চালু হয়েছে ১৬ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে টিকাকরণ। গত ১৯ জুলাই থেকে মাস্ক পরা-সহ নানা বিধি নিষেধ থেকে ব্রিটেনবাসীকে মুক্তি দিয়েছিল বরিস জনসনের সরকার।