শক্তি বাড়িয়ে চলেছে ভারত, রকেট পরীক্ষায় সফল হল ভারত

দিন প্রতিদিন নিজের শক্তি বাড়িয়ে চলেছে ভারত। শক্তি বাড়াতে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে। শত্রুপক্ষের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো ব্যবস্থা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। সম্প্রতি ডিআরডিও তাদের সাবমেরিন বিরোধী রকেট RBU-6000 পরীক্ষা করেছে। তারা জানিয়েছে, এই পরীক্ষা সফল হয়েছে।

এই রকেটগুলি নৌসেনার যুদ্ধজাহাজে মোতায়েন করা থাকবে। সেখান থেকেই ছাড়া হবে এগুলিকে। ডিআরডিও সূত্রে খবর, এই ক্ষেপনাস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের সাবমেরিনগুলিকে ধ্বংস করে দিতে পারবে ভারতীয় নৌসেনা। ১০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারবে এই রকেটগুলি। ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই থেকে এই পরীক্ষা চালান ডিআরডিও-র বিজ্ঞানীরা।

২১৩ ক্যালিবারের এই রকেট লঞ্চারটি সোভিয়েত জমানায় তৈরি হয়েছিল। এই রকেট সিস্টেমটি প্রথম তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। এটির পুরো নাম RBU-6000 Smerch-2। ১৯৬০-৬১ সাল থেকে এগুলি বিভিন্ন যুদ্ধজাহাজে বসানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, এটিই হল সবচেয়ে ভাল সাবমেরিন ধ্বংসকারী রকেট। তাই বিশ্বের এত সংখ্যক নৌসেনা এটি ব্যবহার করে।