তৃতীয় বন্দে ভারতের আগমন ঘটেতে চলেছে রাজ্যে

পূর্ব ঘোষনা মতোই চলতি বছরের প্রথম থেকেই সফর শুরু করেছে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করছে এই সেমি-হাইস্পিড ট্রেনটি। এমতাবস্থায়, সম্প্রতি রাজ্যে দ্বিতীয় বন্দে ভারতের আগমনও ঘটেছে। মূলত, হাওড়া-পুরী রুটে চলাচল করবে ওই ট্রেন।

এবার দ্বিতীয় বন্দে ভারতের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের তৃতীয় বন্দে ভারতের বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে, নয়া বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গ এবং পড়শি রাজ্য আসামের মধ্যে চলাচল করবে। সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছে, গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে।

তবে, এই ট্রেনের সফর শুরুর প্রসঙ্গে এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও সংশ্লিষ্ট রুটেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক। এদিকে, জানা গিয়েছে যে, এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শীঘ্রই আরও দু’টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য। ওই ট্রেনগুলির সম্ভাব্য রুটগুলি হল হাওড়া-রাঁচি এবং হাওড়া-পাটনা রুট।