ব্যাংক অফ বরোদা ও ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগ ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে এলো ‘মাইক্রো বচত প্ল্যান’। এই নন-লিংকড, পার্টিসিপেটিং, লিমিটেড পে, মাইক্রো-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বীমাকারীকে দুইরকম সুবিধা দেবে – সিকিউরিটি ও ডিসিপ্লিনড সেভিংস। প্রতিযোগিতামূলক মূল্য ও ‘লো প্রিমিয়াম সাইজ’ বিশিষ্ট এই প্ল্যান সিকিউরিটি ও সেভিংসের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীর আদর্শ পছন্দ বলে বিবেচিত হবে। কোনও দুঃখজনক ঘটনার ক্ষেত্রে বীমাকারীর পরিবারকে এই প্ল্যান আর্থিক সহায়তা দেবে ও একটি প্রিমিয়াম বাদ গেলেও ‘কনস্ট্যান্ট লাইফ কভার’-এর সুবিধা প্রদান করবে। লিকুইডিটির প্রয়োজনের কথা বিবেচনা করে এই পলিসির ‘লোন ফ্যাসিলিটি’ গ্রহণ করা যাবে, ৫ বছর অবধি ‘শর্টার পে কমিটমেন্ট’-সহ।
ইন্ডিয়াফার্স্ট লাইফ মাইক্রো বচত প্ল্যান লোন ফ্যাসিলিটি চলাকালীন বীমাকারীর লিকুইডিটির প্রয়োজনের দিকে দৃষ্টি রাখে। এই পলিসি অনলাইনে বা অফলাইনে ক্রয় করা যায়। এই লিমিটেড প্রিমিয়াম পেয়িং ও পার্টিসিপেটিং প্ল্যান একটি সিঙ্গল পলিসিতে ৫ বছরের ‘শর্টার পে কমিটমেন্ট’ এবং একইসঙ্গে ১৫ বছর অবধি সেভিংস ও প্রোটেকশন প্রদান করে।