ভারত-ভুটান ভাই ভাই! পুজোর আগেই জটিলতা কাটিয়ে এল সুখবর

পুজোর আগেই ভুটানের তরফে এল সুখবর। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে ভুটান থেকে জানান হয়েছে যে, ভারতীয় পর্যটকদের ড্রাগনের দেশে বেড়ানোর জন্য কোনও বাড়তি টাকা গুনতে হবে না। এমনকী, এন্ট্রি পাশের জন্যেও লাগবে না কোনও টাকা। এ দিন ভুটানের ভারতীয় অভিবাসন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভুটানের মত বদলের কথা জানানো হয়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া এপিক কার্ড অথবা পাসপোর্ট দেখালেই প্রবেশ করা যাবে ভুটানে।

কোভিডের আতঙ্ক কাটিয়ে ভারতীয়দের জন্য প্রায় দু’বছরেরও বেশি সময় পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলছে ভুটানের দ্বার। ইতিপূর্বে অবশ্য ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয়দের ভুটানে যেতে হলে প্রতি রাতের জন্যে মাথাপিছু ১২০০ টাকা করে ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট’ ফি গুনতে হবে। তাতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল ভারতীয় পর্যটন সংস্থাগুলির মধ্যে।

গত, মঙ্গলবার জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি ও জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে ফুন্টসোলিংয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ভুটানের আধিকারিকরা। ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা-সহ সরকারি আধিকারিকদের। হিমালয়ান হসপিটালিটি ডেভলপমেন্ট অ্যান্ড ট্যুরিজম নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ”দেরিতে হলেও ভুটান সিদ্ধান্ত বদল করায় আমরা খুশি। কিন্তু ব্যাগেজ অ্যালাউন্সের ক্ষেত্রেও ছাড় দিতে হবে।”

জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ”প্রতিবেশী দেশের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। মঙ্গলবারের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।”জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামশঙ্কর গুপ্তা বলেন, ”আমরা বন্ধু রাষ্ট্রটির কাছ থেকে এমনটাই আশা করেছিলাম। এখন শুধুমাত্র ‘ব্যাগেজ অ্যালাউন্স’-এর জটিলতা কেটে গেলেই সব মসৃণ হয়ে যাবে।”