ভারতের অন্যতম দ্রুত বৃদ্ধিশীল জীবনবীমা সংস্থা টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২১-২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ‘ইনডিভিজুয়াল ওয়েটেড নিউ বিজনেস প্রিমিয়াম’ (আইডব্লুএনবিপি) লাভ করেছে ১,১৯৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অর্জিত ৮৩১ কোটি টাকার তুলনায় এটা ৪৪ শতাংশ বৃদ্ধি। ২০২১-এর ডিসেম্বরে সমাপ্ত ৯ মাসের সময়কালে কোম্পানির আইডব্লুএনবিপি ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে (২,৭৮৬ কোটি টাকা), যা বিগত অর্থবর্ষের একই সময়কালে ছিল ২,১১০ কোটি টাকা।
এফওয়াই২২ কিউ৩-তে টোটাল প্রিমিয়াম ইনকাম ৩২ শতাংশ বেড়ে ৩,৬৫২ কোটি টাকা হয়েছে, যা আগের বছরে ছিল ২,৭৬৬ কোটি টাকা। ২০২১-এর ডিসেম্বরে সমাপ্ত ৯ মাসে টোটাল প্রিমিয়াম ইনকাম ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮,৯০৭ কোটি টাকা হয়েছে, যা এফওয়াই২১-এর একই সময়কালে ছিল ৭,০৩৫ কোটি টাকা। ৩১ ডিসেম্বর ২০২১-এ টোটাল অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম) আগের বছরের ৪৩,০৩৩ কোটি টাকা থেকে ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৫,৪৯২ কোটি টাকা হয়েছে।
৩১ মার্চ ২০২১-এ টাটা লাইফের এইউএম ৫ বছরের রেটিং অনুসারে ৪-স্টার বা ৫-স্টার রেটিং অর্জন করেছে। টাটা এআইএ লাইফ সম্প্রতি ১০০টি নতুন ডিজিটাল সক্ষমতাযুক্ত শাখা চালু করেছে দেশের ১৮টি রাজ্যে। এছাড়া, অনলাইন প্রেজেন্স-এর ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি-সহ ডিজিটাল পরিসরে আরও নানারকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।