‘পুষ্প 2’-এর পরিচালক সুকুমারের বাড়িতে হানা দিল আয়কর দফতর

আয়কর বিভাগ 22 জানুয়ারী, 2025 বুধবার হায়দ্রাবাদে ‘পুষ্প 2’ পরিচালক সুকুমারের সম্পত্তিতে অভিযান চালায়। ভোরবেলা অভিযানটি কয়েক ঘন্টা ধরে চলতে থাকে, কর্মের পিছনে কারণ সম্পর্কে জল্পনা জাগিয়ে তোলে। অভিযানের সময় সুকুমার বাড়িতে ছিলেন না, কারণ তিনি হায়দ্রাবাদ বিমানবন্দরে ছিলেন। তারপর কর্তৃপক্ষ তাকে তার বাসভবনে ফিরিয়ে দেয়, যেখানে তল্লাশি চলতে থাকে।