কিছুটা হলেও গরম থেকে স্বস্তি মিলল রাজ্যে

চলতি মাসের শুরু থেকেই রাজ্যে বাড়ছে তাপপ্রবাহ। তাপপ্রবাহ বাড়বে পশ্চিমবঙ্গে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। কিন্তু আজ সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এটাও জানান হয়েছে, আপাতত তাপপ্রবাহ না হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তবে আজ সেই সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে তারা যাতে স্বস্তি পেয়েছে রাজ্যের মানুষ। দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন না ঘটলেও উত্তরবঙ্গে কিছুটা বদল হবে সেটা জানান হয়েছে।

এদিন এই বিষয়ে হাওয়া অফিসের আধিকারিক জানিয়েছেন, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী কয়েক দিন হালকা বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ থাকবে বলে পূর্বাভাস। সকাল এবং বিকেলের দিকে ঠান্ডা একটা হাওয়ার আমেজ থাকবে বলেও স্পষ্ট করা হয়েছে। আপাতত তাপমাত্রা যা আছে তাই থাকবে, খুব একটা বাড়ার কোনও ইঙ্গিত নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, তাপপ্রবাহের হার বাড়বে জেলায় জেলায়। কমপক্ষে চার জেলায় সতর্কতা দেওয়া হয়েছিল সেই প্রেক্ষিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ব্যাপক হারে তাপপ্রবাহ বাড়ার অনুমান করা হচ্ছিল। কিন্তু সেই সম্ভাবনা এখন আর নেই। শেষ কয়েক দিন ধরেই কিছুটা কিছুটা করে তাপমাত্রা বেড়েছে। সকালের পর বেলা বাড়তেই হাঁসফাঁস করতে শুরু করেছে বঙ্গবাসী। সেই অস্বস্তি যে আরও বাড়ছে তা বলাই বাহুল্য। কালবৈশাখীর পাত্তা নেই তাই বৃষ্টি কবে হতে পারে সেটাও আপাতত অজানা।