শীতের আমেজ মেখে, বন্ধুত্ব পূর্ন পরিবেশে ভোট চলছে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে

বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনে সাজসাজ রব। কারন প্রতি দুবছর অন্তর আইনজীবীদের নিজস্ব অরাজনৈতিক সংগঠন বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে এসেছেন প্রবীণ থেকে নবীন প্রজন্মের আইনজীবীরা।

জেলার অন্যতম প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার জানান, খুবই ভালো লাগছে ,সবাই এসেছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। অপরদিকে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক বিপুল সরকার বলেন, এটা আমাদের আইনজীবীদের মধ্যে নিজস্ব নির্বাচন।

বার এসোসিয়েশনের সদস্য তথা জলপাইগুড়ি পৌর সভার চেয়ার ম্যান ইন কাউন্সিল সদস্য সন্দ্বীপ মাহাতো বলেন, সুস্থ্য ভাবে বারের কাজ পরিচালনা করার জন্য এটা খুবই জরুরি।