বিগত বেশ কিছুদিন ধরে বারংবার পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে উঠেছে কথা। খাদ্য শস্য নিয়ে চলছে হানাহানি। লোন দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। প্রতিবেশী দেশে মুদ্রাস্ফিতির হার ৩৫ শতাংশেরও বেশি হয়ে গিয়েছে। দু’বেলা দু’মুঠো খাবার জোগাতেই নাজেহাল অবস্থা হচ্ছে পাকিস্তানিদের।
এ বার তাদের আরও চাপে ফেলে দিল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ পাকিস্তান সে দেশে সুদের হার এবং সাধারণের উপর ইএমআইয়ের চাপ বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, সুদের হার ১০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ আরও ১ শতাংশ বেড়েছে সুদের হার। এর ফলে পাকিস্তানের আমজনতার ঘাড়ে চেপেছে ২১ শতাংশ সুদের হারের বোঝা।
কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর পর পাকিস্তানের সমস্ত ব্যাঙ্কও ঋণের উপর সুদের হার বাড়াবে। যার ফলে চরম বিপদে পড়বেন আমজনতা। বিশেষজ্ঞদের অনুমান ছিল, হয়তো ২০০ বেসিস পয়েন্ট হারে সুদ বাড়াবে সরকার। তবে বাস্তবে সেটি ঘটেনি। যদিও সুদের হার বৃদ্ধির ফলে সব ধরনের ঋণই আরও দামি হয়ে যাবে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। আরও খারাপ হচ্ছে পাকিস্তানের অবস্থা।