করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই চিন্তা বাড়ছে যক্ষ্মার প্রকোপ নিয়ে

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র করোনা ভাইরাস সংক্রান্ত খবর সবথেকে বেশি শিরোনামে রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য রোগের অবসান ঘটেছে। আর এই বিষয়টাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে, ভারতে বিরাটভাবে বেড়েছে যক্ষ্মা রোগের প্রকোপ।

রিপোর্টে জানা গিয়েছে, ২০২০ সালে দেশের যে যক্ষ্মা রোগী ছিল তার থেকে প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০২১ সালে। পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে গোটা দেশে যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৪০ হাজার জন। আরও চিন্তার বিষয় এই, ২০২১ সালে ২২ লক্ষ জনের যক্ষ্মা পরীক্ষা করা হয়েছিল। এতএব রোগীর সংখ্যা যে কী হারে বৃদ্ধি পেয়েছে তা বোঝাই যাচ্ছে।

‘হু’-র দাবি, করোনার কারণে যক্ষ্মার মতো অনেক রোগের চিকিৎসা ঠিক মতো হয়নি, পিছিয়ে পড়েছে। রোগীরা অবহেলিত হয়েছে। তাই পরিসংখ্যানে ব্যাপক পরিবর্তন এসেছে। যদিও দেশের কেন্দ্রীয় সরকার এর ঠিক উলটো দাবিই করেছে। তাঁদের মতে, ২০২১ সালে প্রতি ১ লক্ষ জনে ১৮ শতাংশ কম আক্রান্ত হয়েছে ভারতে। আর সারা বিশ্বের তুলনায় ৭ শতাংশ কম আক্রান্ত হয়েছে দেশে। ২০১৫ সালের পর থেকে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে বলেও দাবি।