একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতির মামলায় সব দিক থেকে জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ড, কয়লা কাণ্ড, সব কিছুর পর এবার খাদ্য দফতরের নিয়োগ নিয়ে এবার প্রশ্ন চিহ্ন। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠে গিয়েছে ইতিমধ্যেই।

কলকাতা হাইকোর্ট এই ইস্যুতে বড় নির্দেশও দিয়ে দিয়েছে। জানান হয়েছে, আগামী দু’মাসের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলার নিষ্পত্তি করতে হবে। এই নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

ফুড ইন্সপেক্টর নিয়োগ নিয়ে যে বেনিয়মের মামলা ছিল তা প্রায় এক যুগ পরে ফিরল ‘স্যাটে’। নিয়োগে কোনও রকম স্বজন পোষণ ও দুর্নীতি হয়েছে কি না, তাই খতিয়ে দেখে আগামী দু মাসের মধ্যে রায় দিতে হবে ‘স্যাট’কে।

এর আগে ২০১০ সালে ৬৫০ জন ফুড ইন্সপেক্টর নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। যদিও ২০১২ সালে ‘স্যাট’ জানিয়েছিল ওই মামলায় কোনও সমস্যা নেই। তবে কলকাতা হাইকোর্টে মামলা এলে ডিভিশন বেঞ্চ স্বজন পোষণ ও দুর্নীতির তদন্ত করতে নির্দেশ দেয় ‘স্যাট’কে।

উক্ত মামলাতেই গত বছর ‘স্যাট’ আগের নিয়োগ তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দেয়। এরপর ফের মামলা আসে কলকাতা হাইকোর্টে। বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, স্বজনোষণ ও দুর্নীতির বিচার করতে হবে ‘স্যাট’কে।