অনুদান মামলায় সরকারের তরফে জানানো হলো কোনো ডিএ বকেয়া নেই

পূর্ব অনুমানকে সত্যি করে চলতি বছর পুজোর অনুদান বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে এবার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। তাঁর এই ঘোষণার পর কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়।

প্রশ্ন তোলা হয়, যেখানে সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে সেখানে কী ভাবে তা না দিয়ে পুজোর অনুদান দেওয়া হচ্ছে। এই মামলায় হাইকোর্টে দেওয়া হলফনামায় রাজ্য জানিয়েছে, রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই।

পুজোর অনুদান নিয়ে ঘোষণা হওয়ার পরেই দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এই সিদ্ধান্তের বিরোধিতা করে। মামলাকারীদের দাবি ছিল, মহার্ঘ ভাতা বা ডিএ বকেয়া রয়েছে, তাই এই সময়ে পুজোর অনুদান দেওয়া ঠিক নয়। যদিও রাজ্য সরকার হলফনামায় জানিয়েছে, কোনও ডিএ বকেয়া নেই তাই এই মামলার গ্রহণযোগ্যতাও নেই।

এর পাশাপাশি কেন অনুদান দেওয়া হচ্ছে পুজোয় তার কিছু যুক্তিও দিয়েছে রাজ্য সরকার। জানান হয়েছে, সরকার মনে করলে জনগণের জন্য অর্থ বরাদ্দ করতে পারে। এছাড়াও দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এটা শুধু রাজ্যের নয়, দেশের জন্যও গর্বের বিষয়। আর হেরিটেজ রক্ষার দ্বায়িত্ব আছে সরকারের। সেই প্রেক্ষিতে দুর্গাপুজোর দিনে উৎসবকে সংরক্ষণ করতে অর্থ বরাদ্দ প্রয়োজন।