সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুড়ছেন দুষ্কৃতিরা, আতঙ্কে বাসিন্দারা

বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুড়ছেন দুষ্কৃতিরা।আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়ির খরিয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দাদের। বাধ্য হয়ে ব্যাগ ভর্তি পাথর নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দারস্থ হলেন বেশ কিছু মহিলা। তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তাদের দাবি সন্ধ্যা শুরু হয় পাথরের ঢিল ছোড়া দিয়ে। অনেক বাড়িতে বাচ্চা সহ মহিলারা একাই থাকেন। এই পরিস্থিতিতে আতঙ্কে ঘুম উড়েছে তাদের। এনিয়ে পাঙ্গাসাহেববাড়ি এলাকার মহিলারা রীতিমতো আতঙ্কিত।