দেশে স্বস্তির নিঃশষ দৈনিক সংক্রমনে

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাথমিকভাবে কিছুটা বেসামাল হয়ে পড়েছিল ভারত। তবে গত সপ্তাহ দুয়েক ধরেই দেশের করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। সুস্থতার পথে দেশ। আশার আলো দেখিয়ে গতকালের তুলনায় সামান্য কমল দৈনিক মৃত্যু এবং দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে করোনা অতিমারির জেরে। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন। 

দেশের অধিকাংশ রাজ্যে লকডাউন-নাইট কার্ফু শুরু হওয়ায় সপ্তাহদুয়েক ধরে সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী। সুস্থতার হার যেমন বাড়ছে, তেমনই দৈনিক মৃত্যুও অধিকাংশ রাজ্যে কমেছে। করোনা রুখতে সবচেয়ে জরুরি হল টিকাকরণ। আর তাতেই এখন জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই ভারতে ২২ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে।