সায়নীর গ্রেফতারে বিপ্লবকে তোপ রাজ্যের তরফে

আরো একবার পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। ত্রিপুরায় প্রচারে গিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। এই নিয়ে ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক মহলে তোলপাড় এবং সোশ্যাল মিডিয়াতে একে একে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রত্যেকে। এদের মধ্যে রয়েছেন ঘাসফুল সাংসদ নুসরত জাহান। একই সঙ্গে আছেন বিধায়ক রাজ চক্রবর্তী, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কাপুরুষ বলে কটাক্ষ করেছেন। সায়নীর গ্রেফতারি ইস্যু নিয়ে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলের।

এদিন সোশ্যাল মিডিয়াতে পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী লেখেন, তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নীকে গ্রেফতার করা হয়েছে খুনের চেষ্টার অভিযোগ এনে কারণ তিনি ‘খেলা হবে’ স্লোগান দিয়েছেন আর তার জন্য কাপুরুষ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পৌঁছাতেই খেলা শুরু হবে। বিপ্লব দেব আপনি বিদায় নিতে প্রস্তুত হন। রাজের পাশাপাশি ঘাসফুল সাংসদ নুসরত জাহানও এই ঘটনাকে লজ্জা বলে অভিহিত করে একহাত নিয়েছেন ত্রিপুরা বিজেপি সরকারকে। ইতিমধ্যেই অবশ্য ত্রিপুরা পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেখানে তিনি পৌঁছাতে না পৌঁছাতেই অন্য এক বিতর্কের সৃষ্টি হয় কারণ বিমানবন্দরে বোম রাখা আছে এমন খবর ছড়িয়ে পড়েছিল। সেই প্রেক্ষিতে অভিষেক বিজেপিকে আরো কটাক্ষ করে বলেন যে এই সমস্ত কিছু করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না।

আসলে তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষকে গতকাল গ্রেফতার করা হয়েছিল কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি গাড়ি চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছেন! সায়নীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।