গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ এক ধাক্কায় শহরে প্রায় দু’ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। আরও পারদপতন ঘটে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমের শীতলতম দিন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে ঢাকা থাকবে কুয়াশার চাদরে৷ তবে বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যাবে৷ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ শীতের ধুন্ধুমার ব্যাটিংয়ে কুপোকাত বঙ্গবাসী৷
আরও পারদপতন ঘটবে, সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমের শীতলতম দিন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে ঢাকা থাকবে কুয়াশার চাদরে৷ তবে বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যাবে৷