কর্ণাটকে এক সপ্তাহ ধরে হাসপাতালে মোম-টর্চ জ্বেলে রোগীদের চিকিৎসা!

বিশ্বমানের পরিষেবা পাওয়ার কথা রোগীদের  সরকারি হাসপাতাল। কিন্তু আধুনিক চিকিৎসা পরিষেবা তো দূর, আগে বিদ্যুৎ জোগাড় হোক!  ১০০ বেডের হাসপাতালে নেই বিদ্যুৎ, হাসপাতালের কর্মীরা টর্চ জ্বালিয়েই করছেন কাজ। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রোগীদের দেখছেন চিকিৎসকরা। গরমে ঘেমে-নেয়ে এক হলেও, জেনারেটরের ব্যবস্থা করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্নাটকে সরকারি হাসপাতালের এই বেহাল দশার চিত্র উঠে এসেছে। সেখানের চিত্রদুর্গা জেলার মোলাকালমুরুতে একটি সরকারি হাসপাতালে বিদ্যুৎ নেই। মোমবাতি, টর্চ, মোবাইলের আলোতেই রোগীদের পরীক্ষা থেকে প্লাস্টার বা ক্ষতস্থানে সেলাই করা হচ্ছে। বাতিল করে দেওয়া হচ্ছে ওটি। কর্নাটকে ভারী বৃষ্টির পরই এই হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়।  

স্থানীয় বিধায়ক এনওয়াই গোপালকৃষ্ণের দাবি, হাসপাতালের কাছে ১০০ কিলোওয়াটের জেনারেটর রয়েছে। কিন্তু ১০০ বেডের হাসপাতালে কমপক্ষে ২৫০ কিলোওয়াটের জেনারেটর প্রয়োজন। হাসপাতালের প্রধান চিকিৎসক বিজেপির সঙ্গে যুক্ত, ভোট আবহে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এক সপ্তাহ ধরে সমস্যার কথা জানাননি এবং জেনারেটরের ব্যবস্থা করেননি। বিধায়ক হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকের সঙ্গে তাঁকে উত্তপ্ত বাক্যবিনিময় করতেও দেখা যায়। বিধায়ক অভিযোগ করেন, হাসপাতাল পরিদর্শনে যাওয়ায় ওই চিকিৎসক গালিগালাজ করেছেন। পরে ওই চিকিৎসক ক্ষমা চেয়ে নেন বলেও জানা গিয়েছে। অন্নদিকে,  বিজেপিও কর্নাটকের শাসক দল কংগ্রেসকে আক্রমণ করেছে। সোশ্য়াল মিডিয়ায় হাসপাতালে মোমবাতি, টর্চ জ্বেলে চিকিৎসার ছবি পোস্ট করে সিদ্দারামাইয়া সরকারকেই দুষছে বিজেপি।