মাত্র এক সপ্তাহে কয়েক কোটির ব্যবসা করলো কেজিএফ

বলিউডকেও ছাপিয়ে ফেলেছে দক্ষিণী ছবি। মাত্র সাত দিন হল মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপ্টার টু’। এই সাত দিনের মধ্যেই সস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবিটির শুধু হিন্দি ভার্সন ইতিমধ্যে ২৫০ কোটি টাকার ব্যবসা করেছে। পিছনে ফেলে দিল ‘বাহুবলী টু’-র যাবতীয় রেকর্ড।

‘কেজিএফ চ্যাপ্টার টু’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। আর তার জেরেই ‘কেজিএফ চ্যাপ্টার টু’-র হিন্দি ভার্সন সাত দিনের মধ্যে ২৫০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। এই মুহূর্তে সব থেকে কম সময়ে ২৫০ কোটি টাকার ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় ‘বাহুবলী টু’কে সরিয়ে চলে এসেছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’। তবে ‘বাহুবলী টু’ খুব বেশি পিছিয়ে নেই। ‘বাহুবলী টু’ প্রথম আট দিনে ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল।

সব থেকে কম সময়ে ২৫০ কোটির ব্যবসা করা হিন্দি সিনেমার তালিকায় রয়েছে –কেজিএফ চ্যাপ্টার টু (৭ দিন), বাহুবলী টু (৮ দিন), দঙ্গল (১০ দিন), সঞ্জু (১০ দিন), টাইগার জিন্দা হ্যায় (১০দিন)। যদি নেটিজেনদের একাংশ শাহরুখ খানের দুই সিনেমা ‘ডাঙ্কি’ ও ‘পাঠান’-র জন্য অপেক্ষা করছেন। তাঁরা মনে করছেন, এই দুই সিনেমা বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। এই কেজিএফ চ্যাপ্টার টুতে গুরুত্বপূর্ণ চরিত্রে সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডেনকে দেখতে পাওয়া গিয়েছে।