জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামে বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা

সাতসকালে বাঁদরের দল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনী এলাকায়। বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। বাঁদরের উপদ্রবে পৌষ পার্বণের পিঠে খাওয়া বন্ধ হয়ে গেলো। সাতসকালে জলপাইগুড়িতে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় শতাধিক বাঁদর এলাকায় বিভিন্ন বাড়িতে ঘরে ঢুকে পিঠে বানানোর চালের গুড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট করে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ।

 আর এতেই অতিষ্ট এলাকাবাসীরা। জনৈক বাসিন্দা সুব্রত মন্ডল বলেন চালের গুঁড়ো এনেছিলাম পিঠে খাবো বলে কিন্তু ইচ্ছে পূরণ হলো না তার আগেই বাদরের দল ঘরে ঢুকে চালের গুড়ো প্যাকেট নিয়ে চম্পট দেয় এবং  চালের গুড়ো সাবার করে। বুধবার সাতসকালে বাঁদরের দলকে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করছেন বাসিন্দারা। বনদপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কয়েকদিন ধরে এই বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা।