কিছুদিন আগেই নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হয়েছিল তিন উপনির্বাচনের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং জঙ্গিপুর, সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন। নির্বাচনের ফল প্রকাশ ৩ অক্টোবর। এবার পুজোর আগেই আরও এক উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে ভোট হবে। মোট ছ’টি আসনে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের এই একটি আসন। রাজ্যসভার ৬টি শূন্য আসনে উপনির্বাচনের দিন ঠিক করল নির্বাচন কমিশন। এছাড়াও অসম, মহারাষ্ট্র, তামিলনাডু, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতেও হবে উপনির্বাচন। সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। বর্তমানে রাজ্যের জলসম্পদ বিকাশ ও উন্নয়ন মন্ত্রী হলেন মানস ভুঁইয়া।
জোট শরিক হিসাবে ২০১১ সালে কংগ্রেসে থেকেই মমতার মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন মানস ভুঁইয়া। পরে কংগ্রেসের সঙ্গে জোট ভাঙে তৃণমূলের, তাই মানসকে মন্ত্রিত্ব ত্যাগ করতে হয়। তারপরে অবশ্য তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। লোকসভা ভোটে মেদিনীপুরে প্রার্থী হয়েছিলেন তিনি, কিন্তু বিজেপির দিলীপ ঘোষের কাছে হেরে যান। তাই আর সাংসদ হওয়া হয়নি তাঁর। এদিকে ২০২১ সালে বিধানসভা ভোটে সবং থেকে প্রার্থী হন মানস এবং জেতেন। কিন্তু বিধায়ক মানসকে সাংসদ পদ ছাড়তে হয়। সেই কারণের আবার তাঁর ছেড়ে যাওয়া হবে ভোট।
প্রসঙ্গত, রাজ্যে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন সহ দুই কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচন নিয়ে বিভিন্ন দলের থেকে মতামত চেয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব কমিশনকে জানিয়েছিলেন, পুজোর আগেই রাজ্য উপনির্বাচনের জন্য প্রস্তুত।