স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আবারো বেশ খানিকটা স্বস্তি মিললেও রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। বিগত কয়েক দিনে পরিসংখ্যান দেখে মনে হচ্ছিল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু হঠাৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বেড়েছিল। তাই অবশ্যভাবে বোঝা যাচ্ছে যে আতঙ্কের পরিবেশ এখনও পর্যন্ত কাটেনি এবং আগামী দিনে সাধারণ মানুষকে আরো বেশি সতর্ক এবং সচেতন হয়েই থাকতে হবে। 

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, আজ দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২৫১ জনের! এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭১৮ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৫৬০ জন। আবার মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৮৫ হাজার ৮১৪ জন।

এদিকে, দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৫৮ হাজার ৮১৭ জন, যা গত ২৪৮ দিনে সর্বনিম্ন। এই মুহূর্তে তা ০.৪৭ শতাংশ। মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ৪৩৭ জন। দেশের মোট ভ্যাকসিন ডোজ ১০৬ কোটি ৩১ লক্ষ ২৪ হাজার ২০৫। উদ্বেগের ব্যাপার, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১২,৫১৪ জনের মধ্যে কেরলেই সংক্রমিত ৭ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ১৬৭ জনের।

এরই মাঝে স্বস্তি খবর হল, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা স্বীকৃতি পেয়েছে অস্ট্রেলিয়ায়। গত মাসেই পুণের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডকে স্বীকৃতি দেওয়া হয়েছিল সে দেশে। এবার তারা কোভ্যাক্সিনকেও স্বীকৃতি দিল। যদিও কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।