আজ থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগ টানার লক্ষ্যে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত, রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এরই মাঝে তাৎপর্যপূর্ণ ভাবে একই দিনে সিঙ্গুর গিয়ে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিঙ্গুরে পা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে তোপ দেগে বিজেপির রাজ্য সভাপতি জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার আগে সিঙ্গুরকে উনি শিল্পের বধ্যভূমিতে পরিণত করেছিলেন। তার পর উনি বলেছিলেন, কাশফুল থেকে লেপ-বালিশ তৈরি করার কথা। সে সব কিছু হয়েছে কি না তা দেখতে আমরা এখানে এসেছিলাম। দেখলাম, সে সব কিছুও হয়নি। আশা করেছিলাম, সেই সব শিল্প হবে, কিন্তু হয়নি। কতগুলি ভেড়ি হয়েছে দেখলাম, মাননীয় বিধায়ক বেচারাম মান্নার অনুপ্রেরণায়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাও হয়তো আছে।
পাশাপাশি, সিঙ্গুরের শিল্প ভবিষ্যত নিয়ে সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন, আমরা সকলেই শিল্পের জন্য চেষ্টা করব। তবে রাজ্য সরকার এই জমির মালিক। আমরা সাহায্য করতে প্রস্তুত। কিন্তু মুখ্যমন্ত্রী যদি ভাবেন সবই তিনি বোঝেন তা হলে ওই রকমই হবে। বিজেপির সরকার এলে কৃষকরা শিল্প করতে চাইলে আমরা ৬ মাস থেকে এক বছরের মধ্যে শিল্প করে দেখাব। আমি নিজে শিল্পপতি ডেকে আনব, তেমন বিনিয়োগকারী আছেন।