চাঞ্চল্যকর পরিস্থিতি, আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল পাকিস্তান। পদযাত্রায় এসে এক দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তাঁর দলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, ছয় রাউন্ড গুলি চালানো হয় ইমরানকে লক্ষ্য করে। বরাত জোরে তিনি বেঁচে গিয়েছেন। একে-৪৭ থেকে হামলা চালানো হয়েছিল বলেও দাবি।
দেশের জনগণের উদ্দেশে ভিডিও বার্তায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইমরান খান। সেখানে তিনি বলেন, তাঁকে যে হত্যার পরিকল্পনা করা হচ্ছে এই খবর তিনি হামলার একদিন আগেই পেয়েছিলেন। তাঁর দাবি, মূলত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নেপথ্যে আছেন। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন সরকারি আধিকারিকও এই চক্রান্তে সামিল বলে দাবি করেন ইমরান। এদিকে, একাধিক সূত্রে জানা গিয়েছে, ইমরান খানের ওপর যে হামলা হবে এই আভাস পেয়েছিল পুলিশও। সেই মতো পদযাত্রার প্রেক্ষিতে সতর্কতাও জারি করা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।
এদিকে হামলাকারীর এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যে দাবি করেছে, ইমরানকেই মারতে গিয়েছিল সে। কারণ উনি বিপথে চালিত করছেন লোকেদের। তবে শুধু তাঁকেই মারার উদ্দেশ্য ছিল, অন্য কাউকে নয়। সূত্রে খবর ছিল, দুজন আততায়ী পিস্তল এবং রাইফেল নিয়ে এসেছিল। কিন্তু ভিডিওর যুবক দাবি করছে সে একা বাইক চালিয়ে এসেছিল এবং তার সঙ্গে কেউই ছিল না।