রেলযাত্রীদের যাত্রাকে সুগম করতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এমতাবস্থায়, দেশের বেশ কিছু শহরে শুরু হয়েছে সেমি হাই স্পিড এই ট্রেনের পরিষেবা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সেমি হাই স্পিড ট্রেন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। দিল্লির আনন্দ বিহার থেকে দেহরাদুন পর্যন্ত বন্দে ভারতের সূচনা হয়েছে গত ২৫শে মে।
রেল সূত্রে খবর, এই রুটে যাত্রীদের চাহিদা তুঙ্গে। এমন অবস্থায় এই রুটে পর্যাপ্ত টিকিট পাচ্ছেন না যাত্রীরা। বহু যাত্রী রয়েছেন ওয়েটিং লিস্টে। এই রুটের বন্দে ভারতকে ঘিরে যাত্রীদের উন্মাদনার পিছনে কিন্তু বেশ বড় কারণ রয়েছে। দেহরাদুন থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ।
আগে দিল্লি থেকে দেহরাদুন যাত্রা বড় সময় সাপেক্ষ একটি ব্যাপার ছিল। এখন বন্দে ভারতের মাধ্যমে মাত্র ৪ ঘণ্টা ৪৩ মিনিটে দিল্লি থেকে পৌঁছে যাওয়া যাচ্ছে দেহরাদুন। ট্রেনটি সপ্তাহে ছয় দিন যাতায়াত করে। শত শত মানুষ অপেক্ষা করছেন চেয়ারকার সিটের জন্য।