সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই আর্থিক দুর্নীতি মামলায় কোমর বেঁধে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।
এবার প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সন্দীপ এবং তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের হদিশ মিলেছে, চলছে তদন্ত। এই তদন্তে সন্দীপের শ্বশুরবাড়ির আত্মীয়দের নামে বেশ কিছু সম্পত্তির দলিল পাওয়া গিয়েছে। অনুমান, আরজি করের প্রাক্তন অধ্যক্ষই হয়তো নিজের আত্মীয়দের নামে এই সকল সম্পত্তি কিনেছেন।
যে সকল সংস্থা অবৈধভাবে হাসপাতালে ওষুধ সরবরাহ করেছিল, ঘুরপথে তাদের অ্যাকাউন্টের দ্বারা কোটি কোটি টাকা সাদা করা হয়েছে। যে সম্পত্তির দলিল মিলেছে, তাঁদের থেকে ওই টাকার উৎস জানতে চেয়ে লিখিত বয়ান নেওয়া হয়েছে।