২ এপ্রিল অনুষ্ঠিত হবে IIFL JITO Ahimsa Run

ভারতের বৃহত্তম আর্থিক পরিষেবা সংস্থা IIFL গ্রুপের উদ্যোগে ২ এপ্রিল ভারতের ৬৫টি শহরে অনুষ্ঠিত হতে চলেছে IIFL JITO Ahimsa Run। এই IIFL JITO Ahimsa Run-এর লক্ষ্য হল- যুদ্ধ, ঘৃণা বন্ধ করে উন্নত বিশ্বের জন্য সচেতনতা তৈরি করা। বলাবাহুল্য, ২৩টি দেশ এই  IIFL JITO Ahimsa Run-এ অংশ গ্রহণ করবে।  যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেবে। 

JITO-র মহিলা শাখা (জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন) এবং IIFL ছাড়াও জিটোর স্বেচ্ছাসেবক এবং বিশ্বজুড়ে সমর্থকরা এই দৌড়ের আয়োজন করেছে। এই প্রতিযোগিতায়  অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা  https://ahimsarun.com/-এ রেজিস্টার   করতে পারবেন। এই রেজিস্ট্রেশন লিঙ্কটি ১৭ মার্চ থেকে খুলে দেওয়া হয়েছে।

মহাবীর জয়ন্তীর আগে IIFL JITO Ahimsa Run IIFL  গ্রুপের দর্শন – ন্যায়পরায়ণতা, সততা এবং স্বচ্ছতার প্রতিফলন।  IIFL গ্রুপ ৮ মিলিয়নেরও বেশি ব্যাঙ্কবিহীন এবং আন্ডারব্যাঙ্কড গ্রাহকদের ঋণ প্রদান করে ভারতে আর্থিক অন্তর্ভুক্তির পথপ্রদর্শক।  শুধু তাই নয় IIFL সারা ভারত জুড়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ করারও লক্ষ্য রাখে।