বিয়ে করলেই সরকার দেবে ৫১ হাজার টাকা!

মেয়ের বিয়ের জন্য নয়া প্রকল্প মোদি সরকারের। মোদি সরকারের নতুন প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রীর শাদি শগুন’ যোজনা। এই প্রকল্পের মাধ্যমে মেয়ের বিয়ের সময় ৫১ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করবে কেন্দ্রীয় সরকার। তবে এই প্রকল্পের সুবিধা নিতে কন্যাকে কমপক্ষে স্নাতক হতে হবে।

‘প্রধানমন্ত্রীর শাদি শগুন’ যোজনা কারা আবেদন করতে পারবে?
এই প্রকল্পের সুবিধা নিতে গেলে তাকে অবশ্যই সংখ্যালঘু সমাজ এর সাথে যুক্ত হতে হবে। অর্থাৎ মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি সমাজের মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

কি কি নথি লাগবে ?
মেয়ের জন্মের শংসাপত্র, স্কুলের মার্কশিট, পারিবারিক রেশন কার্ড, বাবা-মায়ের ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড, আবাসনের সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন পদ্ধতি

মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। https://www.india.gov.in/ এই লিংকে ক্লিক করুন। দিয়ে স্কলারশিপ অপশন নির্বাচন করতে হবে। এতে ‘শাদি শগুন যোজনা’ ফর্ম নির্বাচন করুন। ফর্মে যাবতীয় জিজ্ঞাসা তথ্য পূরণ করুন।