সিটে না বসলে ১০ মিনিটের মধ্যে বাতিল রেল টিকিট!

ভারতীয় রেল পরিষেবার মান উন্নত করতে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করা হচ্ছে। নতুন নিয়ম অনুসারে, একজন যাত্রীকে নির্দিষ্ট অতিরিক্ত ১০ মিনিটের মধ্যে তার আসন গ্রহণ করতে হবে। অন্যথায় তার আসন বাতিল করা হবে। ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
এর কারণ হল টিকিট পরীক্ষক নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পরে ১০ মিনিট অপেক্ষা করবেন। এরপরও যদি কেউ সিটে না পৌঁছায়, তাহলে টিকিট পরীক্ষক সিটটিকে ”আনঅকুপাইড’ হিসেবে চিহ্নিত করতে পারেন।
অনেক দূরপাল্লার ট্রেন যাত্রীদের একটা বদ অভ্যাস আছে। ট্রেনের খুব প্রস্থান স্টেশন থেকে বোর্ডিং সংরক্ষিত, কিন্তু ট্রেনের বগিতে আসতে আসতেই দেরি হয়ে যায়।
ভারতীয় মিডিয়ার মতে, কেউ হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করেছেন। কিন্তু ব্যান্ডেল বা বর্ধমান বা অন্য কোনো স্টেশন থেকে ট্রেনে চড়েছেন। অনেক যাত্রীর মধ্যে এই ধরনের অভ্যাস দেখা যায়। কিন্তু রেলের নতুন নিয়ম অনুযায়ী এই রীতি বদলাতে হবে।
দূরপাল্লার ট্রেনের অনেক যাত্রী টিকিটে নির্দিষ্ট স্টেশনের পরিবর্তে পরবর্তী স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সেক্ষেত্রে কোন সিট দখল বা কোন সিট খালি তা শনাক্ত করতে সমস্যা হয় টিকিট পরীক্ষকদের। সে কারণেই এমন কঠোরতা আরোপ করতে যাচ্ছে রেল।