আমাদের সমস্যা সমাধান না হলে মুখ্যমন্ত্রীর দারস্থ হবো, দাবি কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির

পৌরসভায় শেষ কথা নয়, আমরা যদি দেখি আমাদের সমস্যার সমাধান হচ্ছে না তবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাবো।আমাদের আশা আমরা সেখানে সফল হবো। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন।

উল্লেখ্য পৌরসভার বাড়ানো বিভিন্ন কর এবং নানান দাবিকে সামনে রেখে ১৭ই মে কোচবিহার শহরজুড়ে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সেই বন্ধ কার্যকরীয় হয়।সারাদিনব্যাপী কোচবিহার শহরের ব্যবসা বন্ধ ছিল এদিন। তবুও জেলা ব্যবসায়ী সমিতির দাবি মানেননি পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ।

তিনি বলেছিলেন ব্যবসায়ী সমিতির দাবি সব অনৈতিক। এরপরে শনিবার সাংবাদিক বৈঠক ডাকে জেলা ব্যবসায়ী সমিতি এবং বলেন সমস্যার সমাধান না হলে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবো।