সব ঠিক থাকলে বইমেলা হতে পারে চলতি বছরের শেষে

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের রেশ কিছুটা হলেও ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে এসেছে। সুস্থ হওয়ার দিকে এগোচ্ছে বাংলা। করোনার এই উন্নত পরিস্থিতি দেখে ডিসেম্বর মাসের শেষেই বইমেলা করে ফেলতে চাইছে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’। ডিসেম্বর মাসকে লক্ষ্যমাত্রা ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‌করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে মে–জুন মাসে বইমেলা করার কথা ভাবা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। এই বছর বইমেলা পুরোপুরি বাতিল হয়ে যাবে বলে এখনও আমরা মনে করছি না। পরিস্থিতি ভাল হলে ডিসেম্বর মাসে বইমেলা হতেই পারে।’ তবে অন্যদিকে এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা তা জানা যায়নি।

এদিকে গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, ‘‌প্রকাশকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। বাইরের প্রকাশকেরাও জিজ্ঞাসা করছেন, বইমেলা করার মতো পরিস্থিতি আছে কি না। তবে যখনই হোক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই তা করা হবে।’‌