ব্রিটিশ কাউন্সিল ভারতে তাদের আইইএলটিএস বিজনেস বিক্রয় করবে আইডিপি’র কাছে। এরফলে ভারতে সকল আইইএলটিএস টেস্টের দায়িত্ত্ব বর্তাবে আইডিপি’র ওপর। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আইইএলটিএস-এর দুই অংশীদার আইডিপি ও ব্রিটিশ কাউন্সিল এক ঘোষণায় এখবর জানিয়েছে। আইডিপি’র সিইও অ্যান্ড্রু বার্কলা এবং ব্রিটিশ কাউন্সিলের ইন্টারিম সিইও কেট এওয়ার্ট-বিগস আইইএলটিএস হস্তান্তর বিষয়ক চুক্তিকে স্বাগত জানিয়েছেন। উভয় সংস্থার চুক্তির শর্তানুসারে আইডিপি ভারতে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেসের ১০০ শতাংশ অধিগ্রহণ করবে ১৩০ মিলিয়ন পাউন্ডে, যা ডেট ফ্রী ও ক্যাশ ফ্রী ভিত্তিতে হবে। এছাড়া ভারতে আইইএলটিএস-এ কর্মরত ব্রিটিশ কাউন্সিলের কর্মীরা আইডিপি টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) হল স্টাডি ও মাইগ্রেশনের ক্ষেত্রে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এর ওপরে বিশ্বের ১০,০০০-এরও বেশি সংস্থা ভরসা রাখে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি’র এক নিশ্চিত ও বিশ্বস্ত ইন্ডিকেটর হিসেবে।