তিন দিন ধরে চলবে প্রতিমা বিসর্জন

শহরের তোর্ষা নদীর বিসর্জন ঘাটে তিন দিন ধরে চলবে প্রতিমা বিসর্জন l।এদিন বিসর্জন ঘাট পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ ।দীর্ঘ বছর ধরেই কোচবিহার পৌরসভার উদ্যোগে কোচবিহার তোর্সা নদীর বিসর্জন ঘাটে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন। তবে করোনা মহামারীর কারণে বিগত দুই’বছর এই বিসর্জন বন্ধ থাকায় এবছর জাঁকজমক করে এই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করছে পৌরসভা ।নদীর জল কিছুটা কমে আসায় বর্তমান ঘাট থেকে কিছুটা দূরে প্রতিমা বিসর্জনের ব্যাবস্থা করবে পৌরসভা।তাছাড়াও কোচবিহার পৌর এলাকার কোন পুকুর বা ডোবাতে প্রতিমা বিসর্জন করা যাবেনা বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।এইদিন এই বিসর্জন ঘাট পরিদর্শন করেন পৌরসভা,পুলিশ প্রশাসন এবং দমকল বিভাগের বিভিন্ন কর্তারা।রবীন্দ্রনাথ ঘোষ জানান এই বছর ২৫,২৬ এবং ২৭এ অক্টোবর তিন দিন ধরে চলবে প্রতিমা বিসর্জন এছাড়াও এই বিসর্জন উপলক্ষে বসবে মেলা ।শান্তিপূর্ণভাবে এই বিসর্জনের জন্য সব রকম ভাবে সাহায্য করবে জেলা প্রশাসন।