লাভের আশায় প্রতিমার পশরা সাজিয়ে বসেছে মূর্তি বিক্রেতারা

রাত পোহালেই সরস্বতী পুজো তার আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সারি সারি সরস্বতী প্রতিমা নিয়ে হাজির হয়েছেন মূর্তি বিক্রেতারা। যেকোনো পুজো আগেই দেখা যায় এই মূর্তি বিক্রেতারা লাভের আশায় মূর্তির পশরা সাজিয়ে বসেন, তবে সময়ের সাথে মূর্তি বিক্রেতাদের সংখ্যা বাড়ায় অনেকটাই দুশ্চিন্তায় পুরোনো ব্যবসায়ীরা। তবে এবছর তিথি অনুসারে সরস্বতী পুজো দুদিন ফলে লাভের আশায় চেয়ে রয়েছেন ব্যবসায়ীরা।